আগরতলা : আবারও চোরের থাবা রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে। চুরি সংক্রান্ত ঘটনার তদন্তে নেমেছেন এসডিপিও।
ঘটনার বিবরণে প্রকাশ, জিডিপি হাসপাতাল তথা আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ট্রমা সেন্টারে তামার তার চুরি করে নিয়ে যায় কে বা কারা। সোমবার সকালে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নজরে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় এনসিসি থানার পুলিশকে। ঘটনাস্থলে যান এসডিপিও পারমিতা পাণ্ডে।
তদন্তে নেমে তিনি জানতে পারেন, জিবি হাসপাতালের এই এলাকায় ২৪ ঘণ্টাই লোক সমাগম থাকে। তাছাড়া সংশ্লিষ্ট বিভাগের কর্মীরাও নিয়োজিত থাকেন দিনরাত। তার পরও কীভাবে কপারের তার চুরি হল তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেশিন রুমের ছাদের উপর দিক থেকে রাতে কোনও এক সময় ৪-৫ মিটার কপারের তার নিয়ে গেছে চোরের দল। মেশিন রুমের ছাদের উচ্চতা যথেষ্ট এবং দিনরাত ২৪ ঘণ্টা যেহেতু এই রুমে জনসমাগমের পাশাপাশি নিয়োজিত কর্মীরাও উপস্থিত থাকেন, তাই সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে কি-না সে বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকে।
পুলিশের ধারণা, হাসপাতালের ভিতরের কেউ এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সঠিক তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসবে এবং রহস্য উন্মোচনে শীঘ্রই পুলিশ সফল হবে বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পাণ্ডে।