Tripura

1 year ago

Tripura :বর্তমান ত্রিপুরা সরকার মহিলা ক্ষমতায়ন ও সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেছে : মুখ্যমন্ত্রী ডা. সাহা

Manik Saha
Manik Saha

 

আগরতলা  : বর্তমান ত্রিপুরা সরকার মহিলা ক্ষমতায়ন ও সুরক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেছে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকারি মার্কেট স্টল ও শপিং কমপ্লেক্স বণ্টনের ক্ষেত্রে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আজ প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রামনগর শাখায় রাখিবন্ধন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম ১০০ জন ছাত্রীকে বিনামূল্যে স্কুটি দেওয়ার জন্য রাজ্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। স্বসহায়ক দলের সাথে যুক্ত মহিলা সদস্যাদের স্বনির্ভর করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নের পাশাপাশি তাঁদের সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্যের মেয়েরা এখন বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা প্রমাণ করছে।

রাখিবন্ধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাখিবন্ধন উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয়, ভাইবোনের একে অপরের প্রতি স্নেহ ভালোবাসার সম্পর্ক ও দায়িত্বের কথা। জন্মের পর থেকেই মানুষ এই বন্ধনে আবদ্ধ। রাখিবন্ধন উৎসব শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের ভিতকে সুদৃঢ় করে না, এই বন্ধন সমাজের মা-বোন সহ প্রতিটি নারীর প্রতি দায়বদ্ধতাকে মনে করিয়ে দেয়। তাই রাখিবন্ধন উৎসবের গুরুত্ব অপরিসীম।

প্রসঙ্গত, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য পেশ করছেন আগরতলার মেয়র দীপক মজুমদার এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মমতা বেহেনজি।


You might also like!