Tripura

1 year ago

Tripura :ত্রিপুরায় রোজগার মেলায় চার শতাধিক নির্বাচিত প্রার্থী হাতে পেলেন নিয়োগপত্র

More than 400 selected candidates received the appointment letter at the employment fair in Tripura
More than 400 selected candidates received the appointment letter at the employment fair in Tripura

 

আগরতলা : 'বিকশিত ভারত’-এর রূপকল্প বাস্তবায়ন ও যুব ক্ষমতায়নের মাধ্যমে সারা দেশব্যাপী ১০ লাখেরও বেশি নিয়োগ হতে চলেছে রোজগার মেলার মাধ্যমে। উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৪৫টি জায়গায় সরকারী চাকরিতে নির্বাচিত ৫১ হাজারেরও বেশি প্রার্থীকে ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিপুরায় এই রোজগার মেলার আয়োজন করা হয় রাজধানী আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে। এই রোজগার মেলার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ-এর আইজি এম.পি গুপ্তা সহ অন্যান্যরা। এদিন প্রায় চার শতাধিক নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বদা দেশবাসীর ভালো দিকটাই চিন্তা করেছেন। কিভাবে দেশকে শক্তিশালী করা যায়, দেশের মানুষকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যেই সর্বদা কাজ করে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি এদিন নিয়োগ পত্র প্রাপকদের প্রত্যেককে শুভেচ্ছা জানান তিনি। 

You might also like!