দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরার হস্ততাঁত শিল্পের প্রসারে ক্লাস্টার ও ওয়েভার্সগুলিকে আরও উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাভবনে দশম জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাচক্রের উদ্বোধন করে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা এ কথা বলেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, তাঁতশিল্পীদের নিজস্ব উদ্ভাবনী পণ্য সামগ্রীর আধুনিকীকরণ ও তাঁতশিল্পীদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। রাজ্যের সকল ক্লাস্টার ও ওয়েভার্স সেন্টারগুলিকে আরও শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা হস্ততাঁত শিল্প দেশ ও রাজ্যের সংস্কৃতি বহন করে।
আলোচনাচক্রে হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প নিগম লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক কিশোর বর্মণ বলেন, স্বদেশী বস্ত্র যে কোনও দেশের এক ঐতিহ্যময় সংস্কৃতি। তিনি বলেন, ১৯০৫ সালে দেশে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। একে স্মরণ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ৭ আগস্ট চেন্নাইয়ে জাতীয় হস্ততাঁত দিবসের সূচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভার্স সার্ভিস সেন্টারের উপঅধিকর্তা অর্ণব চৌধুরী, এনএইচডিসিএল-এর সিনিয়রম্যানেজার সুব্রত ভট্টাচার্য, রিসোর্সপার্সন প্রহ্লাদ দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দশম জাতীয় হস্ততাঁত প্রদর্শনীর উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রজ্ঞাভবনের আলোচনাচক্রে জাতীয় হস্ততাঁত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।