কলকাতা ও কোচবিহার, ৯ জুলাই : 'ভারত বনধ' সত্ত্বেও যাদবপুরে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত বাস চলাচলের কারণে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাস চালকরা সুরক্ষার জন্য হেলমেট পরে বাস চালিয়েছেন। একজন বাস চালক বলেছেন, "আমাদের তো নিজেদের কাজ করতে হবে। আমরা শ্রমিক, তাই আমরা ('বনধ'-কে) সমর্থন করি। কিছু ঘটলে সুরক্ষার জন্য আমরা হেলমেট পরেছি।" একই ছবি দেখা গেল কোচবিহারেও। কোচবিহারের বাজার হাট এবং বিভিন্ন দোকানপাট বন্ধ। চলছে না বেসরকারি পরিবহণ। তবে পথে নামতে দেখা গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। তবে সুরক্ষার্থে হেলমেট পড়ে বাস চালাতে দেখা যায়। বনধের সমর্থনে মিছিল বার হয় সকালেই। তবে পাল্টা বনধ-বিরোধী মিছিলও চোখে পড়ল।