Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura:বিভিন্ন দাবি আদায়ে অর্থমন্ত্রী সকাশে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৰ্গ

Tripura Tate Teachers Welfare Association
Tripura Tate Teachers Welfare Association

 

আগরতলা  : বিভিন্ন দাবি আদায়ের ভিত্তিতে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের সঙ্গে দেখা করেন। মূলত তাঁদের অর্থনৈতিক দাবিগুলি নিয়ে সরব হয়েছেন তাঁরা। এর মধ্যে প্রধান দাবি, পাঁচ বছর স্থির বেতনে চাকরির পদ্ধতি তাঁরা মেনে নিতে পারছেন না।

সংগঠনের এক প্রতিনিধি দল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের সঙ্গে দেখা করে বলেন, সমস্ত স্তরের গ্রুপ- সি ও গ্রুপ-ডি কর্মচারীর জন্য স্বাস্থ্য বিমা দ্রুত চালু করা। বিদ্যালয়গুলিতে প্রধানশিক্ষক নিয়োগ যাতে টিপিএসসির মাধ্যমে করা হয়। ১৬-তম অর্থ কমিশন বসার আগেই শিক্ষকদের মধ্যে স্কেলের পার্থক্য গুছিয়ে আনা এবং গ্রেড পে দেওয়া হয়।

সংগঠনের সম্পাদক জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মন্ত্রী তাঁদের জানিয়েছেন, ৫ বছরের স্থির বেতনের পদ্ধতি ওঠানোর ক্ষেত্রে গঠিত কমিটির রিপোর্ট আসা শুরু হয়েছে ইতিমধ্যে। এর ওপর সরকার বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখবে।উল্লেখ্য, ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি রাজেশ দত্ত, সাংগঠনিক সম্পাদক সুরজিত দেবনাথ, সাধারণ সম্পাদক অজয় পাল সহ অন্যরা।

You might also like!