Technology

18 hours ago

Telegram Security Features: নিরাপত্তার নিরিখে টেলিগ্রামে নয়া ভার্সান! নতুন আপডেটে কী কী সুবিধা থাকছে? জানুন বিস্তারিত

Telegram
Telegram

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে অধিক। কমবেশি অনেকেই টেলিগ্রাম ব্যবহার করে থাকেন। বেশ প্রচলিত এই কমিউনিকেশন অ্যাপ। তবে সম্প্রতি লক্ষ, লক্ষ ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে টেলিগ্রাম। ইতিমধ্যেই টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলি ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করবে। চলুন,জেনে নেওয়া যাক, কী কী আপডেট থাকছে নতুন ভার্সনে?

১। নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা। এই নতুন ফিচারে কী করতে পারবেন ব্যবহারকারীরা? টেলিগ্রাম জানিয়েছে, প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনও নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তাঁরা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকী ব্যবহারকারীরা টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।

২। নতুন আপডেট ভার্সানে ব্যবহারকারীরা এখন তাঁদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। টেলিগ্রাম আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ২১ দিন অন্তর তাঁদের স্টার ব্যবহার করতে পারবেন। এছাড়াও প্রোফাইল কভারে ৬টি উপহার পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেটিংস থেকে মাই প্রোফাইলের গিফ্ট সেকশনে গিয়ে তা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।

৩। টেলিগ্রামের নয়া আপডেটে ‘কন্টাক্ট কনফার্মেশন’ নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনও অচেনা নম্বর থেকে বার্তা এলে, নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানোকারীর সমস্ত তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনও গ্রুপে তাঁরা একসঙ্গে রয়েছেন কিনা, তাঁদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।

তবে আর দেরি কিসের? চটপট টেলিগ্রাম আপডেট করুন, আর নয়া ভার্সানের সুযোগ-সুবিধা উপভোগ করুন। 

You might also like!