Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Technology

1 year ago

বাজারে এল Samsung এর 6,000mAh Battery সহ স্মার্টফোন

Samsung Galaxy F34 5G
Samsung Galaxy F34 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Samsung গত মাসে ভারতে 6,000mAh Battery যুক্ত স্মার্টফোন Galaxy F34 5G লঞ্চ করেছিল। এই ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছিল। তখন ফোনটি Electric Black এবং Mystic Green কালারে পেশ করা হয়েছিল। তবে আজ কোম্পানি এই ফোনের নতুন Orchid Violet কালার অপশন লঞ্চ করেছে।

দাম এবং সেল

Samsung Galaxy F34 5G ফোনটি এবার থেকে নতুন অর্কিড ভায়োলেট কালারেও সেল করা হবে।

শপিং সাইট Flipkart এবং Samsung.com এর পাশাপাশি বাছাই করা রিটেইল স্টোরের মাধ্যমে বেচা হবে।

Samsung Galaxy F34 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।

আগামী Flipkart Big Billion Days থেকে ফোনটির সেল শুরু হবে।

ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 19,999 টাকা এবং 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট 21,999 টাকার বিনিময়ে ইউজাররা কিনতে পারবেন।


Samsung Galaxy F34 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F34 5G ফোনে 6.5 ইঞ্চির এফএইচডি+ এস এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে নিটস পীক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট এবং সিকিউরিটির জন্য গোরিলা গ্লাস 5 এর কোটিং রয়েছে।

প্রসেসর: কোম্পানি এই ফোনে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Exynos 1280 প্রসেসর যোগ করেছে।

স্টোরেজ: এই ফোনটি 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে সেল করা হয়। এছাড়া ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: Samsung Galaxy F34 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব।

অন্যান্য: 5G কানেক্টিভিটির জন্য এতে 11 5G ব্যান্ড, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

OS: Samsung Galaxy F34 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং OneUI 5.1 ইউআইতে কাজ করে।

You might also like!