Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Technology

1 year ago

OPPO A18, 5,000mAh ব্যাটারির সঙ্গে এতে রয়েছে 8GB RAM

OPPO A18
OPPO A18

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে একটি নতুন A-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন ফোনটি OPPO A18 নামে পেশ করা হয়েছে। এন্ট্রি লেভেল স্পেসিফিকেশ্ন সহ এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের স্পেসিফিকেশন এই মাসের শুরুতে লঞ্চ করা Oppo A38 এর মতোই। এই পোস্টে OPPO A18 এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

ইউএইর মার্কেটে এই নতুন ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে সেই দেশে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু কালারে পেশ করা হয়েছে।

OPPO A18 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO A38 ফোনে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz হার্টস রিফ্রেশরেট, 720 নিটস পীক ব্রাইটনেস, 100 শতাংশ DCI P3 এবং 100% এসআরজিবি কালার গামুট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে ওয়াটার ড্রপ নচ এবং 89 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।

প্রসেসর: শক্তিশালী পারফরমেন্সের জন্য হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া ভালো গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali G52 MC2 জিপিইউ।

স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনের RAM বাড়ানোর জন্য 4GB virtual RAM ফিচার দেওয়া হয়েছে।

ব্যাটারি: Oppo A38 ফোনে দীর্ঘ মেয়াদী 5000mAh এবং 33 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা: ফোনের ব্যাক প্যানেলে পিল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ওএস: OPPO A38 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 এ কাজ করে।

অন্যান্য: এতে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক, 4G, ওয়াইফাই, জিপিএস এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার আচে।

You might also like!