Technology

1 year ago

Redmi 12C লঞ্চ হল ভারতে, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

Redmi 12C
Redmi 12C

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাজেট ফোন তৈরিতে বরাবরই প্রথম সারিতে রয়েছে চিনা ব্র্যান্ড শাওমি। এ বছর গোড়া থেকেই একের পর এক ঝাঁ চকচকে মডেল বাজারে নিয়ে এসেছে সংস্থাটি।  ভালো ক্যামেরা, দুর্দান্ত প্রসেসরের সঙ্গে আর কী কী ফিচার্স থাকতে চলেছে রেডমি 12সি-তে। ভারতীয় বাজারে কত দামে বিক্রি হবে ফোনটি। স্বাভাবিক ভাবেই এসব নিয়ে জল্পনার শেষ নেই রেডমি-প্রেমীদের। আসুন, জেনে নেওয়া যাক নতুন এই স্মার্টফোনের স্পেশিফিকেশনগুলি। দেখে নিন চট করে।

Redmi 12C-এর দাম:

Redmi 12C-এর প্রারম্ভিক দাম 8,999 টাকা। এই দামে আপনি 4 GB RAM ও 64 GB স্টোরেজ পেয়ে যাবেন। একই সময়ে, 6 GB RAM সহ 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। Redmi 12C ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু এবং ল্যাভেন্ডার পার্পল রঙয়ে কেনা যাবে। এই নতুন ফোনে আপনি ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন। এই ব্যাঙ্ক অফারের অধীনে 500 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অফারের পরে উভয় ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে 8,499 টাকা এবং 10,499 টাকা। Redmi 12C-এর বিক্রি 6 এপ্রিল দুপুর 12 টায় Flipkart, Amazon এবং কোম্পানির সাইট এবং সেইসঙ্গে যে কোনও অফলাইন দোকানে শুরু হবে।

Redmi 12C ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনটিতে 500 নিটস ব্রাইটনেস এবং 1500:1 কনট্রাস্ট রেশিও সহ একটি 6.71-ইঞ্চি HD+ নচ ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: এই ফোনে MediaTek Helio G85 প্রসেসর, ARM Mali-G52 MC2 GPU রয়েছে।

RAM, স্টোরেজ: এই ফোনটিতে 4GB/6GB RAM, 64GB/128GB স্টোরেজ এবং 3GB/5GB ভার্চুয়াল RAM সাপোর্ট রয়েছে।

রেয়ার ক্যামেরা: 50MP ডুয়াল ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা: 5MP ক্যামেরা

কানেক্টিভিটি: 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi Fi, ডুয়াল-সিম, ব্লুটুথ v5.0, GPS/AGPS, Beidou, Galileo, একটি 3.5mm অডিও জ্যাক, মাইক্রো USB পোর্ট।

ব্যাটারি: কোম্পানি এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি দিয়েছে যা 10W চার্জিং সাপোর্ট করে।

OS: এই ফোনটি Android 12 এর উপর বেস করে MIUI 13 এ রান করে।

অন্যান্য ফিচার: IP52 রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।




You might also like!