দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিজেদের গেমিং ল্যাপটপগুলির জন্য অনলাইন গেমার বা গেমিং কমিউনিটির কাছে বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে Acer । ভারতীয় গেমিং ল্যাপটপের বাজারে ফের একটি নতুন চমক নিয়ে হাজির হল সংস্থাটি। তাইওয়ানের ইলেকট্রনিক্স কোম্পানিটি সোমবার ভারতের বাজারে নতুন ‘Aspire 5’ গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে। ভারতের সর্বশেষ 13th Gen Intel Core প্রসেসর –এর বৈশিষ্ট্য সহ এই নতুন ল্যাপটপটি প্রকাশ্যে আনা হয়েছে।
সূত্রের খবর একধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ মাত্র 70,990 টাকার বিনিময়ে Acer-এর পক্ষ থেকে নির্মীত Aspire 5 গেমিং ল্যাপটিপটি ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন স্টোরগুলিতে কেনার জন্য কোম্পানির তরফ থেকে উপলব্ধ করা হয়েছে।
Acer Aspire 5 এর ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে- Acer Aspire 5 ল্যাপটপে 14-inch FHD WUXGA ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 60 হার্টস রিফ্রেশরেট, 16:10 আসপেক্ট রেশিও, 170 ডিগ্রী ভিউয়িং অ্যাঙ্গেল এবং এসার কম্ফী ভিউ এলইডি ব্যাকলিট টিএফটি এলসিডি প্যানেল রয়েছে।
প্রসেসর- এই ল্যাপটপ ইনটেল কোর i5-1335U প্রসেসর এবং ইনটেল কোর i7-1355U প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য NVIDIA GeForce RTX2050 জিপিইউ আছে।
স্টোরেজ- এতে 32GB পর্যন্ত ডুয়েল চ্যানেল LPDDR5 RAM এবং 512GB PCIe Gen 4 SSD স্টোরেজ যোগ করা হয়েছে।
ব্যাটারি- নতুন এসার ল্যাপটপে 65W চার্জিং সাপোর্টেড 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম- Acer Aspire 5 ল্যাপটপ লেটেস্ত উইন্ডোজ 11 এ কাজ করে।
কানেক্টিভিটি- কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে সিঙ্গেল এইচডিএমআই পোর্ট, 3 ইউএসবি 3.2 জেন টাইপ এ, ইউএসবি 3.2 টাইপ সি, 4 ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি এবং নেটওয়ার্ক (আরজে-45) রয়েছে। এছাড়া ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2, এমইউ-এমআইএমও টেকনোলজি এবং গিগাবাইত ইথারনেটের মতো সুবিধা আছে।