Technology

1 year ago

Honor X9b এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন

Honor X9b
Honor X9b

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি Honor X9b স্মার্টফোনটিকে অনরের সংযুক্ত আরব আমিরাত শাখার ওয়েবসাইটে (Honor UAE) তালিকাভুক্ত করা হয়েছে, যা এর সকল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। ফোনটিতে অ্যামোলেড স্ক্রিন, Snapdragon 6 Gen 1 চিপসেট, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যদিও কোম্পানিটি সেসময় Honor X9b-এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে এখন, অনরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিবরণগুলি প্রকাশ করা হয়েছে।

Honor X9b এর দাম

UAE তে Honor X9b ফোনটি 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি SR 1399 অর্থাৎ প্রায় 31,000 টাকা দামে সেল করা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Midnight Black, Emerald Green এবং Sunrise Orange কালারে পেশ করা হবে। Honor Tech এর পক্ষ থেকে এই ফোনটি ভারতে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Honor X9b এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor X9b ফোনে 1200 x 2652 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 1200 নিটস ব্রাইটনেস ও 429 পিপিআই সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসরে রান করে।

স্টোরেজ: Honor X9b ফোনটিতে 12GB RAM যোগ করা হয়েছে। 8GB virtual RAM এর সঙ্গে এই ফোনে মোট 20GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল + ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,800 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে।

You might also like!