West Bengal

1 hour ago

Arms seizure alert: নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বজবজে পুলিশের হাতে পাকড়াও ৩

Checkpoint arrest trio by Budge Budge police
Checkpoint arrest trio by Budge Budge police

 

কলকাতা, ১৮ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার বজবজে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মৌনাফ থারসে, ইলিয়াস কামাল এবং ইলিয়াস বাবু। ধৃতদের কাছ থেকে তল্লাশিতে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান-শুটার এবং অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, "আমাদের দল একটি সফল অভিযান পরিচালনা করেছে। একটি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান-শুটার এবং অন্যান্য অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা হল - মৌনাফ থারসে, ইলিয়াস কামাল এবং ইলিয়াস বাবু।" পুলিশ তদন্ত করে দেখছে—কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি এসেছে, কার কাছে পৌঁছনোর কথা ছিল এবং অভিযুক্তরা এই চক্রের সঙ্গে কতদিন ধরে জড়িত।

You might also like!