দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এসেছে iphone 17 সিরিজের একাধিক ফিচার ৷ শুরু থেকেই অ্যাপলের iphone 17 সিরিজ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল ৷ এই মডেলটি অত্যন্ত হালকা ও স্লিম বলে দাবি করা হয়েছিল ৷ এই সিরিজে অতিরিক্ত একাধিক ফিচার আপডেট হবে বলে জানানো হয়েছিল ৷ iphone 17 সিরিজের বেশ মডেলে থাকবে ProMotion OLED স্ক্রিন এবং অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে ৷
iPhone 17 Pro এর ডিজাইন
সম্প্রতি Jon Prosser তাঁর ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়েছেন আপকামিং iPhone 17 Pro ফোনে একটি বড় ক্যামেরা বার ডিজাইন থাকবে, এটি কনসেপ্ট রেন্ডার ডিজাইনের মতো, তবে কিছুটা লম্বা হবে।
তবে তিনি জানিয়েছেন বারের মধ্যে ক্যামেরা লেন্স লেআউট আগের iPhone Pro মডেলের মতোই তিনকোণা স্টাইলে থাকবে।
এছাড়া আগের রেন্ডারগুলিতে ক্যামেরা লেন্স horizontally সাজানো দেখা গিয়েছিল।তবে Jon Prosser এর বক্তব্য অনুযায়ী এই লেআউট সম্ভব নয়, কারণ এইভাবে সাজানোর জন্য ভিতরে অনেকটা জায়গার প্রয়োজন হবে, এর ফলে
Dynamic Island এবং অন্যান্য অন্যান্য কম্পোনেন্টগুলির সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে।
ফোনের ডানদিকে LED ফ্ল্যাশ, মাইক্রোফোন এবং LiDAR স্ক্যানার বার থাকবে, তবে বাঁদিকে ট্রিপল ক্যামেরা সেন্সর প্লেস করা হবে।
Jon Prosser জানিয়েছেন আপকামিং iPhone 17 Pro ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন ডিজাইন থাকবে, তবে ফোনের তলনায় বড় ক্যামেরা বারের কালার গাঢ় হবে। আসন্ন iPhones অত্যন্ত হালকা হবে বলে জানা যাচ্ছে, তবে এই ফোনে অ্যালুমিনিয়াম বা টাইটেনিয়াম ব্যাবহার করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
জানা গিয়েছে, Apple এর iPhone 17-এ সমস্ত মডেল জুড়ে 24MP ফ্রন্ট ক্যামেরা থাকবে । প্রো ম্যাক্সে ট্রিপল 48MP রিয়ার ক্যামেরা থাকতে পারে, অন্যদিকে এয়ারে এটিতে 48MP লেন্স থাকতে পারে । প্রো মডেলের জন্য 12GB RAM এবং এয়ার এবং স্ট্যান্ডার্ড মডেলের জন্য 8GB-সহ A19 চিপ থাকতে পারে ৷ iPhone 17 Air-এ সম্ভবত 'Plus' মডেলের মতো 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে ৷