Technology

10 months ago

Lenovo laptop : ইন্টেল ১২তম জেনারেশনের কোর-আইফাইভ লেনোভো ল্যাপটপ

Lenovo laptop
Lenovo laptop

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লেনোভো দেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল ১২তম জেনারেশন-এর ১৪”/১৫.৬” ইঞ্চির আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই ল্যাপটপ। মডেলভেদে ল্যাপটপগুলো ফুল এইচডি ও ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে।এতে রয়েছে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্জ সমর্থিত ইন্টেল কোর আইফাইভ-১২৩৫ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর-ফোর র‍্যাম, ইন্টেগ্রেটেড ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স এবং স্টোরেজ হিসেবে এতে আছে ২৫৬/৫১২জিবি এনভিএমই এসএসডি। এই ল্যাপটপটির ডিসপ্লে ব্যাজেলগুলো সরূ হওয়ায় এটি আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।স্পষ্ট শোনার জন্য এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ডুয়াল-অ্যারে মাইক্রোফোন এবং আশেপাশের বিরক্তিকর শব্দ নির্মুলের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট নয়েজ-ক্যান্সেলিং টেকনোলজি যার ফলে গুরূত্বপূর্ণ যেকোনো ধরনে মিটিং খুব সহজেই সম্পন্ন করা যাবে।

এই ল্যাপটপে সংযোজন করা হয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৭২০পি এইচডি ওয়য়েবক্যাম। এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে আর্কটিক গ্রে কালারে।

২ বচ্ছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটটির দাম হছে ৭৫৫০০/- থেকে ৮৪৫০০/- টাকা পর্যন্ত।

ইন্টেল ১২ম জেনারেশনের লেনোভোর এই ল্যাপটপ পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড-এর শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।

You might also like!