দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে গ্রাহকদের স্বার্থে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। একের অধিক যারা বিভিন্ন সিমকার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য এবার সুখবর। কমছে রিচার্জের খরচ। স্মার্ট ফোন গুলি ধারাবাহিকভাবে দুটি সিমকার্ড ব্যবহারের সুবিধা দিয়ে থাকে, কিন্তু অনেকেই দুটি সিমে রিচার্জ করেননা, একটি সিমই সক্রিয় রাখেন। সম্প্রতি টেলিকম বিভাগ যে ঘোষণা করেছে তাতে বারবার রিচার্জ করতেও হবে না গ্রাহকদের। তবে ৩ মাস টানা রিচার্জ না করলে সিমকার্ড আর বৈধ থাকবে না বলেই জানা গিয়েছে। জেনে নিন নতুন নিয়মঃ
১) জিওর নতুন বৈধতার মেয়াদঃ জিও গ্রাহকরা এবার থেকে ৯০ দিনের বৈধতা পাবেন অর্থাৎ জিওর সিমকার্ডে রিচার্জ না করালে মাত্র ৯০ দিন পর্যন্ত সেই সিমকার্ড বৈধ থাকবে, তারপরে সিম বন্ধ হয়ে যেতে পারে। ৯০ দিন পরেও রিচার্জ না করা হলে সেই সিমকার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা অন্য গ্রাহককে দেওয়া হবে। আর তাই মোবাইল নম্বর খোয়াতে না চাইলে আপনাকে সামান্য খরচ করতে হবে।
২) এয়ারটেলের নতুন বৈধতার মেয়াদঃ শুধু রিলায়েন্স জিওর জন্য এই নিয়ম চালু হয়েছে এমন নয়। দেশের সমস্ত টেলিকম অপারেটরদের জন্য চালু করা হয়েছে এই নিয়ম।একইভাবে এয়ারটেলের গ্রাহকদের ক্ষেত্রেও এবার থেকে টানা ৯০ দিন সিমে রিচার্জ না থাকলে সেই সিমের বৈধতা থাকবে না এবং তা অন্য কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হবে। ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরে গ্রাহক ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড পাবেন, এর মধ্যেও রিচার্জ না হলে সেই নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। মোবাইল নম্বরটিও উদ্দিষ্ট গ্রাহকের থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।
৩) ভোডাফোন আইডিয়ার বৈধতার মেয়াদঃ ভোডাফোন আইডিয়ার নয়া নিয়মেও এই ৯০ দিনের বৈধতার মেয়াদ রয়েছে। এক্ষেত্রেও বিনা রিচার্জে ৯০ দিন পর্যন্ত চলবে সিমকার্ড। তারপরে সিমকার্ড চালু করতে হলে ৪৯ টাকার রিচার্জ করতে হবে। কোনো রিচার্জ না হলে ফের বন্ধ হয়ে যাবে সেই মোবাইল নম্বর।
৪) বিএসএনএলের বৈধতার মেয়াদঃ কেন্দ্র সরকারের অধীনস্থ টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের ক্ষেত্রে এই বৈধতা থাকবে ১৮০ দিন, রিচার্জ না করলেও চলবে এতদিন। এই গ্রাহকদের বারেবারে রিচার্জ করার সমস্যায় পড়তে হবে না সেভাবে।
সিম সক্রিয় করতে কত খরচ জানেন? জেনে নিন!
৯০ দিনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত গ্রাহকদের প্রিপেউড ব্যালেন্সে ন্যূনতম ২০ টাকা ব্যালান্স থাকবে, তাদের ক্ষেত্রে সেই ২০ টাকা কেটে নিয়ে আরও অতিরিক্ত ৩০ দিনের বৈধতা দেওয়া হবে টেলিকম অপারেটরের পক্ষ থেকে। আর এর ফলে সিমকার্ডের জন্য আরও কিছুদিন অতিরিক্ত বৈধতা পেয়ে যাবেন গ্রাহকরা। এর মধ্যে নিয়মিত ট্যারিফ মেনে রিচার্জ করে নিতে হবে।