Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 month ago

Pre-Bridal Skin Care Routine: শীতের মরশুমে বিয়েবাড়ি যাওয়ার আগে উজ্জ্বল ত্বক চান? নিয়মিত মাস্কে মিলবে চমকপ্রদ ফল!

Winter Special Diy Face pack for Bride
Winter Special Diy Face pack for Bride

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীত শুরু হতেই ত্বকে টানটান ভাব দেখা দেয়। ক্রিম লাগালেও মুখ যেন শুকনো লাগে। এমন অবস্থায় যত মেকআপই করা হোক, স্বাভাবিক উজ্জ্বলতা আনা কঠিন। রূপটান শিল্পীরা বলেন, ত্বক যত ভালো থাকবে, মেকআপের পরেও তত বেশি জেল্লা ফুটে ওঠে। কারণ মুখই হল আসল ক্যানভাস। তাই শুধু খুঁত ঢাকার চেষ্টা না করে ত্বকের যত্নেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। শীত, ধোঁয়া-ধুলোর কারণে ত্বকের ক্ষতি হয়ই। তার উপর একের পর এক অনুষ্ঠানে গেলে নিয়মিত স্যালোঁতে গিয়ে ফেশিয়াল করানো ঠিক সম্ভব নয়। বরং প্রতি রাতে ঘরে বসেই ত্বকের যত্ন নিন। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন মুখে এসেছে প্রাকৃতিক দীপ্তি আর কোমলতা।

১। শীতের দিনে বাতাসে আর্দ্রতা কমে যায়। তাই ফেস মাস্কটিতেও আর্দ্রতার জোগান থাকা জরুরি। ২ টেবিল চামচ ওট্‌স, ২টি ভেজানো কাঠবাদাম(খোসা ছাড়ানো), ২ টেবিল চামচ দুধ বা দুধের সর, ১ চা-চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ অলিভ অয়েল। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মিশ্রণটি মুখে মাখুন। হালকা হাতে মাসাজ করার পর মিনিট ১৫ রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। এক বার ব্যবহারেই মুখ হবে উজ্জ্বল, রুক্ষ ভাব উধাও হবে।

২। নারকেলের দুধও কিন্তু শীতের দিনে ত্বকের জন্য খুব উপকারী। এতে মেলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ২ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে আধ চা-চামচ কাঁচা হলুদবাটা বা হলুদগুঁড়ো মিশিয়ে নিন। দিয়ে দিন কয়েক ফোঁটা মধু। এই মিশ্রণটিও পরিষ্কার মুখে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে নিন।

৩।তিসির বীজ শুধু স্বাস্থ্যের জন্য ভাল নয়, ত্বকের জন্যও উপকারী। বিশেষত যাঁদের মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে, রুক্ষ ত্বকের জন্য বলিরেখা স্পষ্ট হয়ে উঠছে, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। একটি পাত্রে দুই চা-চামচ তিসির বীজ মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। জেলের মতো তৈরি হবে। সেটি পরিষ্কার কাপড়ে ঢেলে ছেঁকে নিন। বীজ বেরিয়ে যাবে। জেলের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অলিভ অয়েল বা কাঠবাদামের তেল। মিশ্রণটি মুখে হালকা করে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন।

অনুষ্ঠান বাড়ি থাকলে আগের রাতে ভালো মাস্ক ব্যবহার করার চেষ্টা করুন। পরদিন সকালে মুখ হয়ে উঠবে সতেজ ও উজ্জ্বল। মাসে অন্তত চারবার নিয়মিত মাস্ক ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা দূর হবে, আর রুক্ষতাও কমে যাবে।

You might also like!