Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

17 hours ago

Rohini Acharya: যখন অহঙ্কার মাথার ওপরে উঠে যায়, বুদ্ধি ও বিচক্ষণতা হ্রাস পায়, রোহিণী আচার্য

Rohini Acharya
Rohini Acharya

 

পাটনা, ১০ জানুয়ারি : তাৎপর্য্যপূর্ণ মন্তব্য করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। শনিবার এক্স মাধ্যমে রোহিণী লেখেন, যখন অহঙ্কার মাথার ওপরে উঠে যায়, বুদ্ধি ও বিচক্ষণতা হ্রাস পায়। কাকে উদ্দেশ্যে করে এই মন্তব্য, তা নিয়ে খোলসা করে কিছু জানাননি রোহিণী। তবে, নিজের পরিবারকে নিজেই যে এই মন্তব্য, তা বলাইবাহুল্য।

শনিবার এক্স মাধ্যমে রোহিণী লেখেন, "এত প্রচেষ্টার মাধ্যমে যে "মহান উত্তরাধিকার" তৈরি এবং প্রতিষ্ঠিত হয়েছিল তা ধ্বংস করার জন্য, বাইরের লোকের কোনও প্রয়োজন নেই। "আমাদের" এবং আমাদের প্রিয়জনদের মধ্যে "নতুনভাবে তৈরি" কিছু চক্রান্তই যথেষ্ট। অবাক হওয়ার বিষয় তখন আসে যখন "যাদের" স্বার্থ পরিচয় দেয়, যাদের স্বার্থ অস্তিত্ব দেয়, সেই পরিচয়ের, অস্তিত্বের চিহ্নগুলি, প্রতারণার আড়ালে, "আমাদের নিজস্ব" তাদের মুছে ফেলা এবং অপসারণ করতে আগ্রহী হয়ে ওঠে। যখন জ্ঞানের ওপর একটি পর্দা পড়ে যায়, যখন অহঙ্কার মাথার ওপর উঠে যায়, তখন "ধ্বংসকারী" চোখ, নাক এবং কান হয়ে ওঠে এবং বুদ্ধি এবং বিচক্ষণতা হ্রাস পায়।"

You might also like!