Life Style News

6 days ago

Bamboo tree : বাড়িতে শান্তি ফেরাতে অব্যর্থ এই গাছ! জানেন বাস্তুবিদদের মত?

Bamboo tree (Symbolic Picture)
Bamboo tree (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেকের বাড়িতেই অশান্তি লেগেই থাকে। কিছু করেও কোন লাভ হচ্ছে না। সেই থেকে মুক্তি পেতে এক অসাধারণ বার্তা দিলেন বাস্তুবিদরা।বাস্তুবিদদের মতে, বাঁশ গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে অশান্তি প্রবেশ করে না। বাঁশ গাছ মানেই বিরাট ঝোপঝাড় সেই কনসেপ্ট এখন নেই। এখন নতুন কৃষি প্রযুক্তির সাহায্য ছোট ইন্ডোর বাঁশগাছ সর্বত্র পাওয়া যায়। আপনার যদি বড়ো জমি না থাকে তাহলে অবশ্যই সেই ছোট বাঁশগাছ তবে রাখতে পারেন।

বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে বা অফিসে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুবিদরা বলে থাকেন, বাস্তু অনুসারে, বাঁশ গাছকেও আসলে শুভ বলে মনে করা হয়। তবে, বাস্তু অনুসারে, বাঁশের চারা সঠিক জায়গায় না লাগালে কিন্তু অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

  * বাড়িতে বা অফিসে বাঁশ গাছ লাগালে আর্থিক অবস্থা মজবুত হয়। ঘরে বাঁশের চারা লাগালে রোগ-বালাই দূর হয় শরীরও সুস্থ থাকে। 

  * পূর্ব দিকে বাঁশ গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে শান্তি বজায় থাকে বলে বলা হয়।

  * ঘরে কোনও পাত্রে ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠা বাঁশের চারা লাগালে তা জানালার কাছে বা সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় রাখা উচিত।

  * বাঁশ গাছ বায়ু পরিশোধক হিসেবেও কাজ করে। দূষণ কমাতে সহায়ক। গাছের যত্ন নেওয়াও সহজ।

  * কর্মস্থলে বাঁশের চারা লাগালে কাজের পরিবেশ বিশুদ্ধ থাকে। এটি নেতিবাচক শক্তি দূর করে।

  * সার্বিক ভাবে পড়াশোনা বা যে কোনও ধরনের সৃজনশীল কাজে অগ্রগতির জন্য বাঁশের চারা খুবই শুভ বলে মনে করা হয়।

You might also like!