দুরন্ত বার্তা ডিজিটাল
ডেস্কঃ- সকলেই জানেন, সাপের বিষে প্রাণ যায় সবার। তাই নিজের প্রাণ বাঁচাতে সাপ দেখলেই
ভয় পান প্রত্যেকেই। কিন্তু এই বিশ্বে এমন এক প্রাণী আছে, যার রোগ হলে নিজের জীবনকে
রোগ মুক্ত করতে খায় জ্যান্ত বিষাক্ত সাপ।
সেই প্রাণীর নাম হল উট। সাপকেই জীবন্ত খাওয়ান হয় উটকে। না খেতে চাইলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উটকে। বাস্তবে উট গাছ পাতা, ফল, সব্জি খেয়ে বেঁচে থাকে। সাপ খাওয়া তাদের খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না। কিন্তু উট হিয়াম রোগে আক্রান্ত হলে উট জল বা অন্যান্য খাবার খাওয়া বন্ধ করে দেয়। উটের দেহও শক্ত হয়ে যায়। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সাপ খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায়। তাই উটের মুখ খুলে সাপ ঢুকিয়ে জল খাওয়ানো হয়। তবে যেমন-তেমন সাপ নয়, এই রোগ হলে জীবন্ত গোখরো সাপ খাওয়ানো হয় উটকে। বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপের বিষ উটের শরীরে ছড়িয়ে যায়। এরপর যখন বিষের প্রভাব কেটে যায় তখন নাকি উট সুস্থ হয়ে যায়। যদিও উটের মুখে সাপ ঢুকিয়ে সুস্থ করার বিষয়কে ভিত্তিহীন বলেই মত পশু চিকিৎসকদের