দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দ্রুত যোগাযোগ ব্যবস্থার মাধ্যম
হল ট্রেন। এপ্রান্ত থেকে ওপ্রান্তে অতি দ্রুত গতিতে ছুটে চলে ট্রেন। তবে এবার মানুষের
সুবিধার্থে ভারতীয় রেলের তরফ থেকে নেওয়া হল
এক নয়া ব্যবস্থা।
রেল সূত্রে খবর, ভারতে চলবে বুলেট ট্রেন। ৩২০ কিমি বেগে ছুটবে
ট্রেন। জানা যাচ্ছে হাইস্পীড এই রেল করিডোরের জন্য
এলিভেটেড ট্র্যাক বানানো হবে। অর্থাৎ মাটির থেকে অনেকটা উপরে স্পেশাল পথ বানানো হবে
এই ট্রেন চলাচলের জন্য। পাটনা এইমস ছাড়াও ১৩টি স্টেশন থাকবে এই যাত্রা পথে। ইতিমধ্যেই
করিডোর তৈরির জন্য জমি অধিগ্রহনের আগের সার্ভার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। জাহানাবাদ,
গয়া, ভোজপুর ও বক্সের জেলায় সার্ভে করা হয়েছে
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই করিডোর তৈরী
করবে। এর জন্য পাটনাতে বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করা হবে। আগামী ২১শে অগাস্ট গ্রামের
কৃষক, জেলা প্রশাসন ও রেল আধিকারিকদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে বলেই রেলের তরফে খবর।