দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিনে দিনে বাড়ছে পেট্রোল ও
ডিজেলের দাম। এই পরিস্থিতিতে গাড়ি কেনার কথা ভেবেও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে পিছিয়ে
আসছেন মধ্যবিত্তরা। এবার এই অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রকাশ্যে এল এক
নতুন স্কুটার। তেলে নয় জলেই চলবে এই গাড়ি।
সম্প্রতি, Joy e bike সংস্থার তরফে লঞ্চ করা হয়েছে
এই নতুন কনসেপ্ট। চলতি বছরে ভারতে হওয়া মোবিলিটি শো তে প্রথম হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে
আসে। এই গাড়ি মাইলের পর মাইল ছুটবে ডিস্টিল ওয়াটারের ওপর ভর করে। নতুন প্রযুক্তিতে
জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। হাইড্রোজেন অণু আলাদা হলেই তখন
তা জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
এছাড়াও, এই স্কুটার চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের
প্রয়োজন পড়বে না। লাইসেন্স ছাড়াই চালানো যাবে এই স্কুটার। ১ লিটার জলে ১৫০ কিমি
ছুটতে পারবে বলে জানা গিয়েছে। প্রতি ঘন্টায় মাইলেজ দেবে ২৫ কিমি। সেই সঙ্গে এই স্কুটার চালালে পরিবেশ দূষণও হবে না।
তবে এই প্রযুক্তি নিয়ে এখনো কাজ চলছে। এই সংস্থা যে নতুন হাইড্রোজেন স্কুটার এনেছে তা প্রোটোটাইপ মাত্র। উৎপাদন মডেল তৈরি করার পরেই তা বিক্রির জন্য লঞ্চ করা হবে।