দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্লেনে ভ্রমণ করতে সকলেই ভালবাসেন। সামনেই দুর্গাপুজো, এই পুজোতে অনেকেই প্লেন করে ঘুরতে যেতে চান। কিন্তু জানেন,একটি প্লেন কত উঁচুতে উড়তে পারে?
সূত্রের খবর, একটি যাত্রীবাহী বিমান সাধারণত ৩০-৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ে, ১০-২০ হাজার ফুট নয়। aviex.goflexair.com এর মতে, বোয়িং থেকে এয়ারবাস পর্যন্ত বিভিন্ন মডেলের সার্ভিস সিলিং ৪১,০০০ থেকে ৪৩,০০০ফুট হয়, কিন্তু তারা বাতাসে ৩০ থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। তবে বেশিরভাগ প্রাইভেট জেট বিমানের সার্ভিস সিলিং ৫১ হাজার ফুট পর্যন্ত থাকে এবং তারা ৪৫ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়।