Life Style News

1 month ago

Relationship Tips: বন্ধুর সঙ্গেই ফ্লার্ট করছেন প্রেমিকা? তাঁকে শুধরে নিতে ভরসা রাখুন এই টিপসে

Girlfriend is flirting with a friend? Trust these tips to fix him
Girlfriend is flirting with a friend? Trust these tips to fix him

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মনকে একটা জায়গায় ধরে রাখা খুবই কঠিন কাজ। আর সেই কারণেই অনেক মহিলার মন একবার এই ডাল তো পরক্ষণেই অন্য ডালে উড়ে বেড়ায়। এমনকী তাঁরা একটি সম্পর্কে থাকার পরও শুধুমাত্র সাময়িক আনন্দ পেতে প্রেমিকের বন্ধুদের সঙ্গেই ফ্লার্ট করে বেড়ান। আর চোখের সামনে এই জিনিস ঘটতে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় পুরুষের হৃদয়। এমনকী প্রেমিকার এই ধরনের আচরণ দেখে তাঁরা ভালোবাসার প্রতিই ভরসা হারিয়ে ফেলেন।

তাই পরিস্থিতি এতটা গুরুতর দিকে পৌঁছে যাওয়ার আগেই আপনাকে প্রেমিকার মনের হাল বদলে দেওয়ার কাজে লেগে পড়তে হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে এই নিবন্ধে উল্লেখিত কিছু টিপস। আশা করছি, এইসব টিপস ঠিকমতো ব্যবহার করলেই আপনার প্রেমিকার মতিগতি বদলে যাবে। এরপর থেকে তিনি শুধু আপনার দিকেই নজর রাখবেন।

১. নিজের আপত্তি জানাতে হবে বৈকি!​

অনেক পুরুষই নিজের প্রেমিকাকে ভীষণ ভয় পান। আর সেই কারণেই তাঁরা প্রেমিকার এহেন আচরণের বিরুদ্ধে একটুও আওয়াজ তোলেন না। ফলে প্রেমিকার সাহস বাড়তে থাকে। তিনি প্রেমিকের বন্ধুদের সঙ্গেই ফ্লার্ট করতে শুরু করেন। তাই এই সমস্যার সহজ সমাধান করতে চাইলে বুকের ভিতর সাহস এনে প্রেমিকাকে তাঁর ভুলটা ধরিয়ে দিতে হবে। আশা করছি, আপনি একবার এই কাজটা করে ফেললেই তিনি তাঁর ভুল ধরে ফেলে শুধরে যাবেন।

২. ভালোবাসার বিকল্প নেই​

প্রেমিকা আপনার সঙ্গে সম্পর্কে থাকার পরও যখন এদিকে-ওদিকে ফ্লার্ট করে বেড়াচ্ছেন, তখন নিশ্চয়ই আপনাদের ভালোবাসার অন্দরেই কোথাও একটা সমস্যা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে প্রেমিকাকে আরও বেশি করে সময় দিন। তাঁকে নিজের অন্তরের কথা খুলে বলুন। তাঁর সঙ্গে হাসিখুশি সময় কাটান। আশা করছি, এই কাজটা সেরে ফেলতে পারলেই প্রেমিকা আপনাকে ছাড়া আর কারও দিকে তাকাবেন না।

৩. বন্ধুদের বারণ করুন

এক হাতে তালি বাজে না। তাই সব কিছুতে প্রেমিকার দোষ খুঁজবেন না। বরং অনেক সময় এই সমস্যার পিছনে কলকাঠি নাড়ে আপনার বন্ধুদের আচরণ। তাই এবার থেকে প্রেমিকাকে বুঝিয়ে বলার পাশাপাশি বন্ধুদেরও এই বিষয়টি নিয়ে সাবধান করে দিতে হবে। এমনকী তাঁদের এহেন আচরণে যে আপনার মন বিষিয়ে যাচ্ছে, তাও জানিয়ে রাখা দরকার। আশা করছি, এই কাজটা সেরে ফেলতে পারলেই তাঁরা নিজেদের সমঝে নেবেন।

৪. কথা নয় নীরবতা​

অনেক সময় মুখে বলে তেমন একটা লাভ পাওয়া যায় না। তাই সব অস্ত্র ব্যর্থ হলে প্রেমিকার সঙ্গে কথাবার্তা একদম বন্ধ করে দিন। এমনকী তিনি আপনার সঙ্গে যেচে কথা বলতে এলেও, আপনি যতটা না কথা বললে নয়, ঠিক ততটাই বলুন। হলফ করে বলতে পারি, এই টেকনিক নিলেই খেলাটা সম্পূর্ণ ঘুরে যাবে। আর তারপর তিনি নিজে থেকেই নিজের মানসিকতা বদলে ফেলার চেষ্টায় লেগে পড়বেন।

৫. নিজের মনের কথা শুনুন​

অনেক সময় হাজার চেষ্টা করার পরও প্রেমিকার অন্তর থেকে এই বদভ্যাস দূর হয় না। আর সেই কারণেই বাড়তে থাকে দূরত্ব। তাই পরিস্থিতি এতটা জটিল দিকে গেলে নিজেকে সময় দিন। একবার ভেবে দেখুন যে, আপনি এমন মানসিকতা থাকা মহিলার সঙ্গে জীবন কাটাতে পারবেন কিনা! তারপর মন থেকে যা উত্তর পাবেন, সেই মতো ব্যবস্থা নিন।

You might also like!