দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই শীতের সমাপ্তি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শহর থেকে শহরতলী কমবেশি সকলেই পাখা, এসির ব্যবহার শুরু করে দিয়েছেন। এমতাবস্থায় শীতে ব্যবহৃত লেপ,কম্বল বাক্সে গুছিয়ে রাখার সময় প্রায় চলেই এসেছে। শীতের মরশুমে আপন লেপ ,কম্বল ব্যবহারের আগে যেমন যত্ন নেওয়া চাই, তুলে রাখার সময়ও পোকামাকড়ের উপদ্রব থেকে সুরক্ষিত রাখতে এর যত্ন নিতে হবে। তাই আজকের প্রতিবেদনে লেপ, কম্বল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কয়েকটি কার্যকরী নিয়ম উল্লেখিত হলো।
১) শিমুল তুলোর লেপ কখনই ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায়না। তাই লেপটাকে শুধু মাত্র রোদে দিয়েই ব্যবহার করতে হবে। তাই লেপের কভারটা মাঝে মাঝে ধুয়ে দিতে হবে। তাহলেই আপনার লেপ পরিষ্কার থাকবে। আর লেপ ভাঁজ করে শীতের কাপড় রাখার জায়গায় রেখে দিন। সাথে ন্যাপথলিন দিতে ভুলবেন না। তাছাড়া ছোট ছোট পোটলা করে নিম পাতা বা কালোজিরা রেখে দিলেও পোকা-মাকড়ের হাত থেকে বাঁচতে পারবেন।
২) কম্বল সাধারণত অনেকেই ড্রাই ওয়াশ করিয়ে থাকেন। কিন্তু, ইচ্ছে থাকলে ঘরেই কম্বল ধোয়া সম্ভব। তার জন্য লাগবে শ্যাম্পু। শ্যাম্পুতে ১০-২০ মিনিট ভিজিয়ে রেখে সাথে সাথে হালকা হাতে ধুয়ে ফেলতে হবে। এরপর জল ঝরিয়ে ছায়াতে রেখে হাওয়াতে শুকাতে হবে। আর ব্যবহারের পর মাঝে মাঝে হালকা রোদে দিতে হবে। যাদের কম্বল থেকে অ্যালার্জি হয় তারা অবশ্যই কম্বলে কভার ব্যবহার করবেন। আর উঠিয়ে রাখার সময়ও কভার দিয়েই উঠিয়ে রাখবেন।
৩) কম্বলের সাথে সাথে কাঁথার ব্যবহারও প্রাসঙ্গিক।কাঁথা সাধারণত পাতলা বা হালকা মোটা হয়ে থাকে। এগুলো ধোয়াও খুব সহজ। কাঁথা যেকোনো লন্ড্রি ওয়াশ বা ঘরে হ্যান্ড ওয়াশ করা যায়। ঘরে হ্যান্ড ওয়াশ করতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে হাতে কেঁচে ধুয়ে ফেলতে হবে। যদিও গরমকালেও কাঁথাটা কম-বেশি লাগেই। তবে যাদের রেগুলার লাগবে না, তারা নির্ধারিত জায়গায় উঠিয়ে রাখতে পারেন।
শীতের সময়ে জরুরি এবং অধিক ব্যবহৃত জিনিস হলো লেপ-কম্বল। আর সেটা পরিষ্কার থাকুক তা সবারই কাম্য। পরের বছর শীত হুট করে চলে আসলে তার আগে শুধু একটু রোদে দিয়ে ব্যবহার করলেই হবে। কোনো পরিষ্কারের ঝামেলাই থাকবে না! পরিষ্কার লেপ কম্বল ব্যবহারের মাধ্যমে অনেক রকম অ্যালার্জি ও হাঁপানি থেকে সুস্থ থাকা সম্ভব। তাই স্বাস্থ্য সুরক্ষায় এই টিপস্ গুলি ভীষণ কার্যকরী।