দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের রোমকূপের মুখ যদি খুলে যায় তাহলে তাতে যেমন ধুলো ময়লা জমে, তেমনি দেখতেও লাগে খারাপ। ত্বকেই এই সমস্যাকে এড়িয়ে গেলে ভুগতে হবে ব্রন-অ্যাকনের সমস্যায়। এদিকে দরকার পড়লেই পার্লারে যাবার মতো সময় বা পকেটের রেস্ত সবসময় থাকে না। তাই দেখে নিন কী ভাবে বাড়িতেই করবেন স্কিনের সাফ সাফাই।
গরম ভাপে খুলবে রাস্তা
বন্ধ রোমকূপ খোলার সবথেকে সহজ পন্থা হচ্ছে গরম জলের ভাপ। ত্বকের সহনশীলতা বুঝে জলের গরম ভাপ ৫-১০ মিনিট মুখে নিলেই খুলে যাবে বন্ধ রোমকূপ। তাতে জমা ময়লা পরিষ্কার করা এবার হবে সহজ।
ন্যাচারাল স্ক্রাব দিয়ে করুন এক্সফোলিয়েট
মুখে গরম ভাপ নেওয়ার পরই যখন পোরসগুলি খুলে যায় তারপর সুগার, কফি গুঁড়ো অথবা ওটসমিলের মতো ন্যাচারাল ক্রাব ব্যবহার করে তুলে নিন মরা কোষ। এতে ত্বকের অতিরিক্ত তেলও পরিষ্কার হয়ে যাবে। হালকা হাতে ভেজা ত্বকে ম্যাসাজের পর ধুয়ে নিন মুখ।
ডিপ ক্লেনজিং
স্ক্রাবিংয়ের পর এবার নজর ফেরানো উচিত ডিপ ক্লেনজিংয়ে। এক জন্য ক্লে মাস্ক সবচেয়ে উপযোগী। বেটোনিট, কাওলিন, ফ্রেঞ্চ গ্রিন ক্লে জল বা অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে কাদা কাদা করে গুলে ত্বকে লাগিয়ে দিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ধুলো ময়লা একেবারে বেরিয়ে যাবে।
অতিরিক্ত তেলও মুছে নিন
বন্ধ রোমকূপের কারণেই ত্বকে অতিরিক্ত তেল ক্ষরণ হয়। জোজোবা, অ্যামান্ড তেল স্কিনে ম্যাসাজ করে নিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে পোরস। উজ্জ্বল হবে ত্বক।