kolkata

10 months ago

Calcutta High Court News :কেন গ্রেফতার করা গেল না নরেন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষককে? নরেন্দ্রপুর মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

High Court Judge Biswajit Bose
High Court Judge Biswajit Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নরেন্দ্রপুর স্কুলের মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি প্রধান শিক্ষককে। অভিযুক্ত শিক্ষক আগাম জামিনের আবেদন করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়নি বলে ব্যাখ্যা পুলিশের। আগাম জামিনের আবেদন করলে কাউকে গ্রেফতার করা যায় না? সোমবার মামলার শুনানিতে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, “কেন ? প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন?” রাজ্যের তরফ থেকে জানানো হয়,  প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন। সেসময়ে বিচারপতি আবার প্রশ্ন করেন,  “আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায় না?”

এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়,  প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তখন বিচারপতি প্রশ্ন করেন, “আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।” মাধ্যমিকের পরে ফের শুনানি।

নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে গত শনিবার শিক্ষকদের মারধর, নিগ্রহের ঘটনা ঘটে। প্রহৃত শিক্ষক শিক্ষিকারা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি সামনে আসে। অভিযোগ, প্রধান শিক্ষক প্রভাব খাটিয়ে সেই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আর সে কারণের স্কুল চলাকালীন বহিরাগতদের ক্লাসে ঢুকিয়ে শিক্ষকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই ক্ষুব্ধ ছিলেন বিচারপতি বসু। দ্রুত সকল অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রধান শিক্ষক। কিন্তু ডিভিশন বেঞ্চে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।


You might also like!