কলকাতা, ১২ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হিংসার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শনিবার তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ শান্তি ও সম্প্রীতির জায়গা। এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর বলেছেন, "বাংলায় এটা হওয়া উচিত ছিল না। বাংলা শান্তি ও সম্প্রীতির জায়গা। আমি বাংলা এবং মুর্শিদাবাদের জনগণের কাছে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছি। ২০২৬ সালে বাংলায় নির্বাচন আছে, এই কথা মাথায় রেখে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিজেদের সুবিধার জন্য এই পরিস্থিতির রাজনীতি করতে চায়। এই লোকেরা ধর্ম ও বর্ণ ব্যবহার করে ভোট পেতে চায়। সকলেরই এর বিরোধিতা করা উচিত।"