kolkata

1 year ago

India -Sri Lanka : ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ত্রিস্তরীয় নিরাপত্তা ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার

Vineet Goel
Vineet Goel

 

কলকাতা, ১০ জানুয়ারি  : আগামী ১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। একদিনের আন্তর্জাতিকের আগে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ কমিশনার। ম্যাচের দিন মাঠে ঢোকার আগে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, ম্যাচের দিন মাঠে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে। স্টেডিয়ামের ভিতর ও বাইরে কত পুলিশকর্মী মোতায়েন করা হবে, এই সব নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা দল বুধবার দুপুরে গুয়াহাটি থেকে কলকাতায় ঢুকবে। সেখানেও কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে খেলোয়াড়দের জন্য। ওইদিন ক্রিকেটারদের অনুশীলনের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে।

এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই সময় বাবুঘাটের আশেপাশে গাড়ির সংখ্যা প্রচুর থাকে। তার উপর ম্যাচ দেখতে আসা দর্শকদের গাড়ির রাখার ব্যবস্থা করতে হচ্ছে পুলিশকে। এক্ষেত্রে ধর্মতলা চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বড় বিষয়।ট্রাফিকের সমস্যা না-করে, দর্শকদের নিরাপদে স্টেডিয়ামে প্রবেশ করানো পুলিশের বড় চ্যালেঞ্জ।

You might also like!