Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Rain will continue in Tamil Nadu and Kerala: তামিলনাড়ু ও কেরলে অব্যাহত থাকবে বৃষ্টি, পুদুচেরিতেও জারি সতর্কতা

Rain will continue in Tamil Nadu and Kerala
Rain will continue in Tamil Nadu and Kerala

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর : তামিলনাড়ু ও কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কিছু দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ১০ নভেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

এরপর ১১ ও ১২ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে, ১২ তারিখ আবার কেরল ও মাহে-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন ১৩ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এবং কেরল ও মাহের কিছু অংশে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আইএমডি-র পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।


You might also like!