Breaking News
 
Kolkata Accident: রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৪ জন Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল?

 

Country

1 year ago

Rain will continue in Tamil Nadu and Kerala: তামিলনাড়ু ও কেরলে অব্যাহত থাকবে বৃষ্টি, পুদুচেরিতেও জারি সতর্কতা

Rain will continue in Tamil Nadu and Kerala
Rain will continue in Tamil Nadu and Kerala

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর : তামিলনাড়ু ও কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কিছু দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ১০ নভেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

এরপর ১১ ও ১২ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে, ১২ তারিখ আবার কেরল ও মাহে-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন ১৩ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এবং কেরল ও মাহের কিছু অংশে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আইএমডি-র পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।


You might also like!