Country

1 month ago

Rain will continue in Tamil Nadu and Kerala: তামিলনাড়ু ও কেরলে অব্যাহত থাকবে বৃষ্টি, পুদুচেরিতেও জারি সতর্কতা

Rain will continue in Tamil Nadu and Kerala
Rain will continue in Tamil Nadu and Kerala

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর : তামিলনাড়ু ও কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কিছু দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ১০ নভেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

এরপর ১১ ও ১২ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে, ১২ তারিখ আবার কেরল ও মাহে-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন ১৩ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এবং কেরল ও মাহের কিছু অংশে বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আইএমডি-র পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।


You might also like!