Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 year ago

Sharda Sinhar: বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে

Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday
Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার জীবনাবসান হয়েছে মঙ্গলবার রাতে। বয়স হয়েছিল ৭২। দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একাধিক পুরস্কার প্রাপক শারদা সিনহা ভোজপুরী ও মৈথিলি লোক সঙ্গীতের জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পাটনায়। এদিন দুপুর ১২টার পর থেকে শারদা সিনহার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন আত্মীয়-স্বজন ও তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত ৬ বছর ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। ২৬ অক্টোবর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারদা সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, শারদা সিনহা মৈথিলি এবং ভোজপুরি সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

You might also like!