Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Sharda Sinhar: বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে

Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday
Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার জীবনাবসান হয়েছে মঙ্গলবার রাতে। বয়স হয়েছিল ৭২। দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একাধিক পুরস্কার প্রাপক শারদা সিনহা ভোজপুরী ও মৈথিলি লোক সঙ্গীতের জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পাটনায়। এদিন দুপুর ১২টার পর থেকে শারদা সিনহার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন আত্মীয়-স্বজন ও তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত ৬ বছর ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। ২৬ অক্টোবর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারদা সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, শারদা সিনহা মৈথিলি এবং ভোজপুরি সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

You might also like!