Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Country

1 year ago

Sharda Sinhar: বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে

Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday
Prominent folk singer Sharda Sinha will be cremated in Patna on Thursday

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার জীবনাবসান হয়েছে মঙ্গলবার রাতে। বয়স হয়েছিল ৭২। দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একাধিক পুরস্কার প্রাপক শারদা সিনহা ভোজপুরী ও মৈথিলি লোক সঙ্গীতের জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পাটনায়। এদিন দুপুর ১২টার পর থেকে শারদা সিনহার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন আত্মীয়-স্বজন ও তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত ৬ বছর ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। ২৬ অক্টোবর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারদা সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, শারদা সিনহা মৈথিলি এবং ভোজপুরি সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

You might also like!