কলকাতা, ১৩ নভেম্বর : নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেল, এখনও শীতের দেখা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। শীতের আমেজও নেই। তবে, সপ্তাহান্তেই বঙ্গে শীতের আমেজ মালুম হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কমতে পারে রাতের তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখনও স্বাভাবিকের ঊর্ধ্বেই রয়েছে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমতে পারে রাজ্যে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই।