দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিধানসভা অধিবেশন শুরু হলে রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জন্য আলাদা প্রস্তাব জমা দেওয়া হবে। তিনি রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বলেন, "রাজ্যের মুখ্যসচিব যদি ডেপুটেশন গ্রহণ না করেন, তবে অন্য কাউকে ডেপুটেশন না দিতে বলা উচিত।"
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দাবি করেন, "বিক্ষোভকারীদের মুখোমুখি হতে না পেরে তিনি দার্জিলিংয়ে অবস্থান করছেন।" শুভেন্দু জানান, তিনি আন্দোলনকারীদের সমর্থনে অবস্থান-বিক্ষোভে উপস্থিত হন এবং তাঁদের দাবির পক্ষে পাশে দাঁড়িয়েছেন।
এছাড়া শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, "রাজ্যের বিভিন্ন অরাজনৈতিক সংগঠন মিলে একটি পোর্টাল খোলার পরিকল্পনা করা হয়েছে, যেখানে এই আন্দোলনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমর্থন জোগানো হবে।" পাশাপাশি, একটি লং মার্চের আয়োজন করা হবে, যার মূল দাবি থাকবে "চাকরি দিন, নইলে নবান্নের গদি ছাড়ুন।"তিনি বলেন, "আমাদের দাবিগুলি ন্যায্য এবং আমরা একসঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছি।"