কলকাতা, ১২ নভেম্বর : দক্ষিণবঙ্গে এবার শীত বিলম্বিতই, আগামী কিছু দিনের মধ্যেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে, ১৩ নভেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। রাতে তাপমাত্রা কমলেও, দিনে সেভাবে তাপমাত্রার হেরফের হবে না।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা মূলত শুষ্কই থাকবে। আপাতত দিনের তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না। তবে, ১৩ তারিখের পর রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির তাপমাত্রা থাকবে শুষ্ক।
মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। এদিন সকালে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। তবে, সপ্তাহান্তে উত্তরবঙ্গের হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।