kolkata

3 weeks ago

Kunal Ghosh :উপনির্বাচনের প্রাক্কালে হারানো পদ ফিরে পেলেন কুণাল ঘোষ

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ১১ নভেম্বর : লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেয়েছিলেন কুণাল ঘোষ। রাতারাতি তাঁকে সরিয়ে দেওয়া হয় সাধারণ সম্পাদক পদ থেকে। তাঁর দোষ? বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। দলের অস্বস্তি বাড়ানোয় লোকসভা নির্বাচনের আগেই শাস্তি পেয়েছিলেন তিনি।

আবার উপ-নির্বাচনের আগেই ফেরত পেলেন সেই পদ। তবে এবার আর ঢাকঢোল পিটিয়ে নয়। নিঃশব্দে পদ ফিরে পেলেন কুণাল ঘোষ। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেস যে স্মারকলিপি জমা দেয়, তাতে দেখা যায় কুণাল ঘোষকে জেনারেল সেক্রেটারি বলে উল্লেখ করা হয়েছে।

লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর তাপস রায়ের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে মঞ্চ ভাগ করেছিলেন কুণাল। এরপরই দলের সাধারণ সম্পাদকের পদ খোয়ান কুণাল। সেই সময় ডেরেক ওব্রায়েনের মাধ্যমে তৃণমূল বিবৃতি জারি করে বলেছিল, ‘‘সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উনি যা বলছেন, তা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।’’তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পদ কেড়ে নেওয়ার সময় দল বিবৃতি জারি করে জানালেও, কুণাল ঘোষের কাছে হারানো পদ ফিরল নিঃশব্দে।

You might also like!