Country

2 weeks ago

Chhat Puja: উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজোর অন্তিম দিনে পুণ্যস্নান ভক্তদের

Chhat Puja
Chhat Puja

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর: ছটপুজোর অন্তিম দিনে উদয়ীমান সূর্যকে অর্ঘ্য নিবেদন করলেন অগণিত ভক্তরা। বিহার থেকে দিল্লি, উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, দেশের বিভিন্ন প্রান্তে শুক্রবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হল এই বছরের ছটপুজো।

পাটনা কলেজ ঘাটে এদিন ভোর থেকেই চলছিল প্রস্তুতি, একইভাবে প্রস্তুতি চলছিল গোরক্ষপুরের গুরু গোরক্ষনাথ ঘাটেও। কলকাতা, দিল্লি, বারাণসী, প্রয়াগরাজে সর্বত্রই ভোররাত থেকে প্রস্তুতি চলছিল। সূর্য ওঠার অনেক আগে থেকেই নদী ও জলাশয়ের কাছে উপস্থিত হন ভক্তরা। এরপর উদয়ীমান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। জলাশয়ে পুণ্যস্নানও করেন পুণ্যার্থীরা।

You might also like!