Country

1 month ago

Sunil Raut: সুনীল রাউতের বিরুদ্ধে এফআইআর, তোপ ভাই সঞ্জয়ের

Sunil Raut
Sunil Raut

 

মুম্বই, ৫ নভেম্বর : উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউতের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য সুনীল রাউতের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে সুনীল রাউত মঙ্গলবার বলেছেন, "২৩ নভেম্বর একটি উপযুক্ত জবাব দেওয়া হবে।"

ভাইয়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে সুনীল রাউত বলেছেন, "এসব চলতে দিন। শুধু মামলা হয়েছে। নির্বাচনের সময় আমাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হবে, তারপর আমাদের জেলে পাঠানো হবে। আমরা এসব নিয়ে ভয় পাই না। আমরা ২৩ নভেম্বরের পর তাঁদের হিসাব সম্পূর্ণরূপে নিষ্পত্তি করব।"

You might also like!