kolkata

10 months ago

Weather Update: মেঘে ঢাকল আকাশ; শুরু বৃষ্টিপাত, ফের আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর: আগামী এক সপ্তাহ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বাড়বে বৃষ্টি। কোথাও কোথাও রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। বৃষ্টি অবশ্য শুরু হয়ে গিয়েছে সোমবার সকাল থেকেই, এদিন সকালের দিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। মেঘে ঢেকেছে আকাশ।

উত্তরবঙ্গে আবার মঙ্গলবার থেকেই একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের। এ দিকে কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী দিনে তাপমাত্রা কিছুটা হলেও কমার আশ্বাস আলিপুর আবহাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো বৃষ্টি বাড়বে কলকাতাতেও।

You might also like!