কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বিদায়ের পথে হঠাৎই শীতের প্রত্যাবর্তন। যখন মনে করা হচ্ছিল, এ বছরের মতো বিদায় নিতে চলেছে শীত, আগমনী বার্তা দিচ্ছে বসন্ত, ঠিক তখনই শীতের প্রত্যাবর্তন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ নেমে গিয়েছে কিছুটা। অনুভূত হচ্ছে শীতের পরশ। শহর ও শহরলির তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে গ্রাম বাংলায়। এই মুহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে শুষ্ক।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মালদা ও দুই দিনাজপুর জেলাতেও আবহাওয়া শুষ্কই থাকবে। সরস্বতী পুজোর পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে।