kolkata

1 week ago

Lok Sabha Elections:ভোটদান শুরু হতেই কড়াবার্তা রাজ্যপালের,অভিযোগ পাওয়ামাত্রই পাঠাচ্ছেন কমিশনে

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপিসরুম থেকেই ভোটের বাংলায় নজর রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। সকাল থেকেই একের পর এক আসছে অভিযোগ। তিনি তা পাঠাচ্ছেন কমিশনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপালের কথায়, ‘সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব।’

শুক্রবার রাজ্যের তিন আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এদিনই অবশ্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালকে কোচবিহার বা আলিপুরদুয়ারে না-যাওয়ার জন্য অনুরোধ করা হয় ৷ তারপরও অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন রাজ্যপাল ৷ শেষ পর্যন্ত তৃণমূলের আপত্তিতে তিনি পূর্ব নির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন ৷ তারপরই ভোট নিয়ে কড়া বার্তা শোনা গেল রাজ্যপালের গলায় ৷

এদিন রাজ্যপাল বলেন, "বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চায় ৷ বাংলার মানুষের সেটাই প্রাপ্য। বিশেষ করে নির্বাচনের সময় রাজ্যে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে কোনও হিংসা এবং হিংসা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত ৷ কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ ৷ এটি নির্বাচন কমিশনের দায়িত্ব।"

এর আগে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে বৃহস্পতিবার চাপানউতর চরমে ওঠে ৷ প্রথমে রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে আপত্তি তুলেছিল খোদ নির্বাচন কমিশন ৷ তাঁকে ভোটের দিন সেখানে না-যাওয়ারও অনুরোধ করে কমিশন ৷ এরপর অবশ্য রাজভবনের তরফে জানানো হয়, কোচবিহার নয়, রাজ্যপাল যাবেন আলিপুরদুয়ারে ৷ এমনকী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাঁর যাওয়াতে কোনও বাধা নেই বলেও রাজভবনের তরফে কমিশনকে জানানো হয় ৷ এরপরই তৃণমূলের তরফে রাজ্যপালের সফর নিয়ে আপত্তি তুলে কমিশনে নালিশ জানায় তৃণমূল ৷ যার জেরে শেষপর্যন্ত সফর বাতিল করেন রাজ্যপাল ৷

এদিন উত্তরবঙ্গ সফর বাতিল করে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রাজ্য়পাল ৷ পুজো দেওয়ার পর বেরিয়ে রাজ্যপাল কড়াবার্তা দেন ৷ একই সঙ্গে একহাত নেন নির্বাচন কমিশনকে ৷ কোনও অশান্তি হলে কমিশনকেই তার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ৷ তবে এর বাইরে অন্য কোনও বিষয় নিয়ে মন্তব্য করেননি রাজ্যপাল ৷

You might also like!