West Bengal

1 week ago

Mamata Banerjee : বাংলায় সাত দফায় ভোটে প্রশ্ন মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, বাংলায় কেন এত দফায় ভোটগ্রহণ হচ্ছে? আজ, শুক্রবার দেশের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে বঙ্গেও দ্বিতীয় দফায় ভোট হবে। তার আগে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী প্রশ্ন তুললেন, কেন সাত দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে?

একইসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে তাঁর বার্তা, কোথায় কোন দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তা প্রকাশ করা হোক।

এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, ‘আমি জীবনে দেখিনি, তিন মাস ধরে ভোট। অনেক জায়গায় প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে। বিহারে আর গুজরাটে বাকি রেখেছে দেখানোর জন্য।’

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে নির্বাচনী সভায় তৃণমূলনেত্রী এদিন প্রশ্ন তোলেন, অন্য রাজ্যে এক দফা কিংবা দু’-দফায় ভোট হলেও বাংলায় কেন এতদিন ধরে ভোট হচ্ছে? তাঁর কথায়, ‘তামিলনাড়ুতে একদিনে ভোট হয়ে গেল। আমাদের এখানে ৭ দফায় ভোট হবে। ওদের ওখানে ৪০টা (যদিও তামিলনাড়ুতে ৩৯টি আসন, লোকসভা সিটের নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহারের পরেই) আসন, আর আমাদের এখানে ৪২টা। এমনটা আমি বাপের জন্মে দেখিনি।’

লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর ইস্যুতেও বিজেপি’কে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি’কে জিজ্ঞেস করব এবং নির্বাচন কমিশনকে বলব, কোন কোন ফেজে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন, তার তালিকা প্রকাশ করুন।’ তাঁর প্রশ্ন, ‘সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স কেন আপনারা বাংলায় দিয়েছেন? বাংলাটাকে দখল করার জন্য? বাংলাকে কী দিয়েছেন, ভোট চাইছেন? আমি যা বলেছি, মানুষের জন্য তাই করেছি।’

সাত দফায় ভোটের ক্ষেত্রে মারাত্মক গরমের প্রসঙ্গও তোলেন তৃণমূলনেত্রী। গরমে কীভাবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে তার উপায়ও বাতলে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘গরমে মেয়েরা শাড়ির আঁচল এবং ছেলেরা গামছা দিয়ে মাথা ঢেকে নিন। গরম থেকেই ফিরলেই জল খাবেন না। আগে শরীরটা ভালো করে ঠান্ডা জলে মুছে কিছুক্ষণ পরে জল খাবেন। দরকার হলে নুন, চিনি, লেবুর জল করে খেয়ে নিন। যাতে গরমটা, যাতে লু না লাগতে পারে।’

তিনি জানিয়েছেন, গরমের জন্য তাঁর হেলিকপ্টারের এয়ার কম্প্রেসার তিনদিন ধরে কাজ করছিল না।

You might also like!