kolkata

1 week ago

Calcutta High Court:এটাই‘শেষ বার’!মুখ্যসচিবের মতামত তলব হাই কোর্টের, হুঁশিয়ারি দিল হাইকোর্ট

State Chief Secretary BP Gopalik
State Chief Secretary BP Gopalik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক। একই সঙ্গে নিজের অবস্থান জানানোর জন্য তাঁকে চতুর্থ বার সময় দেওয়া হল। যদি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুখ্যসচিব পদক্ষেপ না করেন, তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও মঙ্গলবার জানায় বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।

এই সংক্রান্ত মামলার গত শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ ছিল, মুখ্যসচিব তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ২৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবারই এই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারকে। কিন্তু মঙ্গলবারও মুখ্যসচিব কোনও রিপোর্ট জমা দেননি। গোটা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে আদালত তাঁকে আর মাত্র ১০ দিন সময় দিয়েছে। এরপর মুখ্যসচিবের রিপোর্ট না পেলে রুল ইস্যুর হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। 

মুখ্যসচিব এই বিষয়ে কোনও রিপোর্ট না জমা দিয়ে আদালতে জানিয়েছিলেন, নির্বাচন আছে তাই এই মুহূর্তে তদন্তকারী সংস্থাকে কোনও অনুমতি দেওয়া সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এত বড় দুর্নীতির অভিযোগে তদন্ত করতে বাধা পেতে হচ্ছে সিবিআইকে। সেটা মুখ্যসচিবের কারণে। এটা কাম্য নয়। দুবছর আগে তদন্তকারী সংস্থা মুখ্যসচিবের কাছে অনুমোদন পত্র চেয়েছিল। এতদিনেও কেন তা দেওয়া সম্ভব হল না, সেই প্রশ্নই তুলেছে হাইকোর্ট। পরবর্তী শুনানিতে যদি মুখ্যসচিব রিপোর্ট না দেন তাহলে রুল ইস্যু করতে পারে আদালত। 

সিবিআই-এর অভিযোগ ছিল, নিয়োগ মামলায় রাজ্য কোনও সহযোগিতা করছে না। বিষয়টি জেনে ক্ষুব্ধ হয় হাইকোর্ট। রাজ্যের মুখ্যসচিবকে এই নিয়ে জবাব দিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। গত শুনানিতে হাইকোর্টের প্রশ্ন ছিল, '' পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? আপনাদের বিলাসিতার জন্য কি তদন্ত থেমে থাকবে?'' 


You might also like!