kolkata

2 months ago

Tathagata Roy sneered at Muslim appeasement : ভারতে মুসলিম-তোষণ নিয়ে কটাক্ষ তথাগতর

Tathagata Roy (file picture)
Tathagata Roy (file picture)

 

কলকাতা, ৪ অক্টোবর : ভারতে মুসলিম-তোষণ নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে এ ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি কেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার পর এবং পাকিস্তান ও বাংলাদেশ থেকে প্রায় সব অমুসলিমকে বিতাড়িত দেখেও ভারতে মুসলমানদেরকে কী যুক্তিতে বাঁচতে দেওয়া হয়েছে, সংখ্যাবৃদ্ধি করা হয়েছে এবং অপকর্ম করতে দেওয়া হয়েছে? আমরা কারা? আমরা বাঙালি হিন্দু, ভারতে থাকি বা বাংলাদেশে বা অন্য কোথাও। বাংলাদেশে আমরা বাঙালি-অবাঙালি মুসলমানের কাছে মার খাচ্ছি ১৯৪৬ সাল থেকে। এক কোটির উপর ওপার থেকে ভারতে পালিয়ে এসেছি। কিন্তু আমরা এমন আশ্চর্য জীব, যে এর প্রতিবাদ করাকেও অন্যায় মনে করি, কিল খেয়ে কিল চুরি করতে ভালবাসি!

You might also like!