kolkata

4 months ago

Weather Forcast: রবিবার বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৫ আগস্ট : উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই রবিবার দিনভর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদায় এদিন বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলায়।

You might also like!