kolkata

1 year ago

SSC Scam : নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ দায় চাপালেন তাপস মণ্ডলের সঙ্গীদের ওপরেই

Kuntal Ghosh -  Tapas Mondal
Kuntal Ghosh - Tapas Mondal

 

কলকাতা, ২৫ জানুয়ারি  : শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে তৃণমূলের ধৃত যুব নেতা কুন্তল ঘোষের স্বাস্থ্যপরীক্ষা করানো হল বুধবার। সেখানে কয়েক জন অভিযুক্তর নাম নেন কুন্তল। তাঁর দাবি, গোপাল দলপতি, নীলাদ্রি ঘোষেরা এই চক্রে জড়িত। তাঁরা সবাই তাপস মণ্ডলের লোক বলেও দাবি কুন্তলের।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের যুবনেতা কুন্তলের আরও দাবি, তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চেনেন না। যদিও ইডি সূত্রে খবর, শান্তনুকে চিনতেন কুন্তুল। নিউ টাউনের ফ্ল্যাটে টাকার লেনদেন হয়নি বলেও দাবি করেছেন ধৃত

কুন্তল ঘোষকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা হলে তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে কাউকে চেনেন না বলে দাবি করেন। নিউ টাউনের ফ্ল্যাটে টাকার লেনদেন হয়নি বলেও দাবি ধৃত যুবনেতার।

নিয়োগ মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছে। সেই গ্রেফতারি নিয়ে চাপান-উতোরের মধ্যেই স্বাস্থ্যপরীক্ষায় ঢোকা এবং বেরনো, দু’বারই তিনি বলেন, ‘‘আকাশের মতো ষড়যন্ত্র’’ ( কুন্তল বলেন, ‘কন্সপিরেসি লাইক স্কাই’)। কিন্তু কেন তিনি ষড়যন্ত্রের পাল্লা বোঝাতে আকাশের ব্যাপ্তির কথা বলছেন তা খোলসা করেননি। জানা যায়নি কে করছে ষড়যন্ত্র, তা-ও।


You might also like!