কলকাতা, ১৬ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিক্ষোভ চলছে তা ন্যায্য। এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আহমেদ হাসান ইমরান। তাঁর মতে, কোনও মুসলিম এই আইনকে সমর্থন করেননি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আহমেদ হাসান ইমরান বলেছেন, "ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ সম্পূর্ণ বৈধ। দেশের সমগ্র মুসলিম জনগোষ্ঠী মনে করে, সরকার জোর করে ওয়াকফ সংশোধনী বিল চাপিয়ে দিয়েছে। কোনও মুসলিম এই বিলকে সমর্থন করেনি। কেউ এই বিলের জন্য আবেদন করেনি। সরকার ওয়াকফের সমস্ত সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে চায়। এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।"