লর্ডস, ১২ জুলাই :শুক্রবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ তাঁর জার্সি নম্বর '২০' ইশারা করে ফুটবলার দিওগো জোতার প্রতি শ্রদ্ধা জানান । উল্লেখ,পর্তুগাল ও লিভারপুলের ফুটবলার জোতা, সম্প্রতি উত্তর স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথের উইকেট নেওয়ার পর সিরাজ তাঁর হাত দিয়ে দুই এবং শূন্যের সংকেত দিয়ে অঙ্গভঙ্গি করেছিলেন এবং আকাশের দিকে তাকিয়ে শেষ করেছিলেন।