kolkata

1 year ago

Presidency University : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হোস্টেলে হামলা, অভিযুক্ত তৃণমূল

Presidency University
Presidency University

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেলে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। যার জেরে সমস্ত ছাত্রছাত্রীরা আতঙ্কিত । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে তৃণমূলের বহিরাগতরা হোস্টেলে ঢুকে হট্টগোল শুরু করে। এতে শিক্ষার্থীরা আপত্তি জানালে তাদের ওপর হামলা চালানো হয়।


ছাত্ররা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা হোস্টেলে থাকা ছাত্রদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। হত্যার হুমকিও দেয়। এ ঘটনার পর এখানকার শিক্ষার্থীরা আতঙ্কিত। তবে ঘটনার প্রতিবাদে বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ করা হবে। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, হোস্টেলে থাকা ছাত্ররা তাদের কর্মীদের উপর হামলা করেছে।


You might also like!