কলকাতা, ১ এপ্রিল : চৈত্রের গরমে নাভিঃশ্বাস উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। চড়া রোদে অসহ্য গরম শহর ও শহরতলিতে। তবে, আগামী ৪ ও ৫ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত গরম থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে, আগামী ৪ ও ৫ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই জেলা গুলি হল; পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। মহানগরী কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারও গরমের দাপট অনুভূত হয়েছে। তবে, গরম তুলনামূলকভাবে কমই ছিল।