কলকাতা, ১ এপ্রিল : কলকাতা জাদুঘরে বোমা রাখার হুমকি ইমেল ঘিরে আতঙ্ক। জানা যাচ্ছে, বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেল করা হয় জাদুঘর কর্তৃপক্ষকে। বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাত আইডি থেকে পাঠানো সেই হুমকি ইমেলে। মঙ্গলবার জাদুঘর দর্শনে এসেছিলেন বহু দর্শক। তার মধ্যে ছিলেন কয়েকজন বিদেশিও। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ।